শির্কের খুদ্র লিস্ট

লিখেছেন লিখেছেন বাংলা মায়ের দামাল ছেলে ২৬ মার্চ, ২০১৫, ১০:২৬:০৩ রাত

আপনি কি চান আপনার সব আমল পন্ড

হোক

এবং আপনি ক্ষতিগ্রস্থদের অন্তর্ভুক্ত

হন??

জেনে নিন,, কি করলে সব আমল পন্ড হয়,,

--বিসমিল্লাহির রহমানির রহীম--

আল্লাহ বলেন, " তুমি যদি শিরক কর,

তবে তোমার

যাবতীয় আমল ভষ্ম(ধ্বংস)

করে দেওয়া হবে এবং তুমি

ক্ষতিগ্রস্তদের

অন্তর্ভুক্ত হয়ে যাবে।"[সূরা যুমার:৬৫]

আসুন এক নজরে দেখে নেই

বাংলাদেশের

মুসলিমদের মধ্যে প্রচলিত কিছু শিরক→

১. রোগ নিরাময়ের জন্য ধাতবদ্রব্য

দ্বারা নির্মিত

আংটি বা বালা পরিধান

করা শিরক।

২. জিন বা অপর কোন রোগ নিরাময়ের

জন্য বাচ্চার গলায় বা নিজেদের

শরীরে তাবিজ

ব্যবহার করা শিরক।

৩. স্বামীকে বাধ্য করার জন্য

গোপনে ঘরের

কোন স্থানে তাবিজ রাখা শিরক। ৪.

বাচ্চাদের সুরক্ষার জন্য

কপালে কালো টিপ

দেয়া শিরক।

৫. রসূল সা. গায়েব জানেন এ বিশ্বাস

রাখা শিরক।

৬. জ্যোতিষি, পাখি, বানরের

মাধ্যমে ভাগ্য জানার

চেষ্টা করা শিরক।

৭. জ্যোতিষিরা গায়েব জানেন এ

বিশ্বাস শিরক

৮. আল্লাহর

অলী বা পীরেরা গায়েব

জানেন এ

বিশ্বাস শিরক

৯. জিন বা জিনের

সাধকরা গায়েব

জানেন এ বিশ্বাস

শিরক।

কারন গায়েবের খবর জানার

ক্ষমতা রাখেন একমাত্র আল্লাহ।

১০. পীর বা অলীগন মানুষের কল্যান

করতে পারেন বা মনের আশা পূর্ন

করতে পারেন

এবিশ্বাস রাখা শিরক।

★১১. রাষ্ট্রীয় ক্ষমতা প্রাপ্তির

ক্ষেত্রে দেশের জনগনকে সকল ক্ষমতার

মালিক

বা উৎস মনে করা শিরক।

★১২. মানব রচিত বিধান বা আইন

দ্বারা দেশ শাসন ও বিচারকার্য

পরিচালনা করা শিরক।

১৩. জিনের অনিষ্ট থেকে বাচার জন্য

আল্লাহর

কাছে আশ্রয় না চেয়ে জিনের

কাছে আশ্রয়

চাওয়া শিরক।

★★১৪. ভাগ্য পরিবর্তনের

ক্ষেত্রে পাথরের

প্রভাবে বিশ্বাস করে পাথরের

আংটি বা ব্যাসলেট

ব্যবহার শিরক।

★★১৫. ভাষ্কর্য

বা স্মৃতিশৌধতে সম্মান প্রদশন করা,

সম্মান প্রদর্শনের জন্য

নিরবে দাড়িয়ে থাকা শিরক। ★১৬.

আল্লাহর নামের

সাথে লাগিয়ে বা একক

ভাবে রসূল সা. এর নাম

দিয়ে জিকির করা শিরক। কারন

জিকির শুধুমাত্র আল্লাহর জন্য। ১৭.

কবরমূখী হয়ে বা কবরের পাশে সলাত

আদায়,

সিজদাহ বা রুকু করা শিরক। ১৮.

দোয়া কবুল হওয়ার আশায় পীরের বৈঠক

খানার

দিকে মুখ করে দোয়া করা শিরক ১৯.

ওলী বা পীর নিকট কিছু কামনা করা,

তাদের

কবরের পাশে দাড়িয়ে বিনয় প্রকাশ

করা শিরক।

২০. কবর বা দরবারে মানত

করা শিরক।

২১. গায়রুল্লাহর (আল্লাহ বাদে অন্য

কিছু) নামে পশু

জবাই করা শিরক

২২. আল্লাহ ব্যতিত অন্য কারও ওপর

ভরসা করা শিরক।

২৩. আল্লাহকে ভালবাসার ন্যায়

পীরকে ভালবাসা শিরক

২৪.

কবরে মোমবাতি জালিয়ে সম্মান

প্রদর্শন শিরক।

২৫. কপালে টাকা স্পর্শ করে সম্মান

প্রদর্শন শিরক।

★★★২৬ কুর'আন ও বিশুদ্ধ হাদিসের

বিপরীতে অন্ধভাবে কোন দল, পীর

বা মুরব্বীর অনুসরন করা শিরক।

বিষয়: বিবিধ

৯০৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

311288
২৭ মার্চ ২০১৫ রাত ০১:২১
পললব লিখেছেন : বললেন না যে শিখা অনির্বাণে গিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সেনাকর্মকর্তাসহ আরো অনেকে গিয়ে স্যালুট দিয়ে শিরক করে। আর প্রতিনিয়ত আমরা শিরক করি আমিত্ব নিয়ে। যেমনঃ আমার সন্তান, আমার জমি, আমার ঘর, আমার রাজত্ব,আমার সম্পদ ইত্যাদি ইত্যাদি। অথচ মুসলিম হিসাবে আমরা জানি সমস্ত কিছুর মালিকই আল্লাহ। ধন্যবাদ।
311307
২৭ মার্চ ২০১৫ সকাল ০৭:০৯
শেখের পোলা লিখেছেন : টাকা দিনার ডলারকে আল্লাহ অপেক্ষা প্রাধান্য দেওয়া শির্ক৷ শুভেচ্ছা রইল ভাতিজা৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File